ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আশীর্বাদ পর্বে শুরু নিক-প্রিয়াঙ্কার বিয়ের আনুষ্ঠানিকতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
আশীর্বাদ পর্বে শুরু নিক-প্রিয়াঙ্কার বিয়ের আনুষ্ঠানিকতা রোকা অনুষ্ঠানের নিক ও প্রিয়াঙ্কা

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপস্টার নিক জোনাস।

শনিবার (১৮ আগস্ট) সকালে মুম্বাইয়ে প্রিয়াঙ্কার বাসায় রোকা (আশির্বাদ) অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ের পূর্ববর্তী আয়োজন শুরু হয়েছে। এদিন রাতে এই আয়োজন তারকাদের উপস্থিতিতে মুখরিত হবে বলে জানা গেছে।

যুক্ত হবেন নিক-প্রিয়াঙ্কার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরাও।

রোকা অনুষ্ঠানের কয়েকটি স্থিরচিত্র এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থিরচিত্রে প্রিয়াঙ্কা-নিকের পাশে নিকের মা-বাবাকে ভারতীয় পোশাকে দেখা গেছে। নিক-প্রিয়াঙ্কার পাশে বসে আছেন নিকের মা-বাবারোকা অনুষ্ঠানে প্রিয়াঙ্কার গায়ে জড়িয়েছেন হলুদ রঙের সেলোয়ার কামিজ আর নিক পরেছেন সাদা পাঞ্জাবি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।