ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘অপরাধী’র পর ‘বেঈমান’ নিয়ে হাজির আরমান (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
‘অপরাধী’র পর ‘বেঈমান’ নিয়ে হাজির আরমান (ভিডিও) ‘বেঈমান’ গানের দৃশ্যে আরমান আলিফ

‘অপরাধী’ চমকের পর গত কয়েক মাস বেশ চুপচাপ ছিলেন আরমান আলিফ। এরমধ্যে কয়েকটি গান তৈরি করেছেন তিনি। তবে গানের পাশাপাশি মাত্র একটি ভিডিওতে অংশ নিয়েছেন।

শনিবার (১৮ আগস্ট) দুপুরে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে মুক্তি পেয়েছে আরমান আলিফের নতুন গান ‘বেঈমান’-এর ভিডিও। ‘অপরাধী’র পর এটাই তার নতুন মিউজিক ভিডিও।

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা-সুর করেছেন আরমান নিজেই। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির।

গানটির ভিডিওতে আরমান আলিফের পাশাপাশি আরও দেখা গেছে মডেল অভি প্রামাণিক ও আদিভা ইভা।

গল্পনির্ভর গান-ভিডিওটি প্রসঙ্গে আরমান আলিফ বলেন, ‘‘সিএমভির সঙ্গে এই কাজটি করতে গিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। ‘বেঈমান’ গানটি তৈরি করা থেকে ভিডিও নির্মাণসহ এর মুক্তি পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠানটির যে পরামর্শ, উৎসাহ আর আয়োজন দেখেছি সেটা একজন জুনিয়র শিল্পী হিসেবে সত্যিই সুখকর বিষয়। আমি চেষ্টা করেছি ‘অপরাধী’র রেশ ধরেই এই গানটি করতে। আশা করছি সকলের ভালো লাগবে। ”

** ‘বেঈমান’ গানের ভিডিও

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।