ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একটি গরুকে কেন্দ্র করে নাটক ‘লালাই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
একটি গরুকে কেন্দ্র করে নাটক ‘লালাই’ ‘লালাই’ নাটকের দৃশ্য

ঈদুল আজহা উপলক্ষে ভিন্নধর্মী গল্পে একটি নাটক নির্মাণ করলেন পরিচালক মাবরুর রশিদ বান্নাহ। একটি গরুকে কেন্দ্র করে মর্মান্তিক গল্পের নাটকটির নাম ‘লালাই’।

এতে কেন্দ্রীয় দুইটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আফরান নিশো ও তানজিন তিশা। নাটকটি রচনা করেছেন আনিসুর বুলবুল।

নাটকটি প্রসঙ্গে আফরান নিশো বলেন, অনেক হৃদয় বিদারক একটি গল্পে কাজ করলাম। অভিনয় করতে গিয়ে বাস্তব একটি অনুভূতি হৃদয়ে কাজ করেছে। আমার বিশ্বাস ‘লালাই’ নাটকটি দর্শকদের ভেতরটা নাড়াবে।

নির্মাতা বান্নাহ বলেন, ঈদে ভালো কাজগুলোর একটি হতে যাচ্ছে ‘লালাই’। কোরবানির একটি গরুকে কেন্দ্র করে গল্পটি শুরু হয়।

নিশো-তিশা ছাড়াও নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আরিত্রা, রকি খান, সাগর হুদা ও সিয়াম নাসির।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।