ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নুসরাত ফারিয়ার ঈদ উপহার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
নুসরাত ফারিয়ার ঈদ উপহার ছবি: সংগৃহীত

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে এবার দেখা যাবে বিটিভির ঈদের অনুষ্ঠান আনন্দমেলায়।পারফর্ম করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তানজিল আলমের কোরিওগ্রাফিতে। তার সঙ্গে আরও থাকবে ঈগলস ড্যান্স কোম্পানির একঝাঁক নৃত্যশিল্পীরা। সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে অনুষ্ঠানটির রেকর্ডিং হয়েছে।

ফারিয়া বলেন, তানজিল ভাইয়ের কোরিওগ্রাফিতে ভিন্নধারার সৃজনশীল কিছু থাকে। এবার আমার পারফর্মেন্সে চমক থাকবে।

তানজিল বলেন, ‘ফারিয়া অসাধারণ একজন শিল্পী, তাকে নিয়ে কাজ করতে বরাবরই ভালো লাগে। যে কোনো আকষর্ণীয় নাচের কোরিওগ্রাফিতে পারফর্মেন্স করতে নুসরাত ফারিয়ার জুড়ি নেই।

মাহফুজার রহমান রিপন এর নির্দেশনা ও প্রযোজনায় অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো নুসরাত ফারিয়া ও ঈগলস ড্যান্স কোম্পানির সদস্যবৃন্দের পরিবেশনায় চাইনিজ এবং ওয়েস্টার্ন থিমে নাচ।

এছাড়াও এতে অংশগ্রহণ করেছেন- আইয়ূব বাচ্চু, শওকত আলী ইমন, বালাম, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, কোনাল, কনা এবং অন্যান্য শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদৌস এবং পূর্ণিমা।

ঈদের দিন বিটিভিতে রাত ১০টার ইংরেজি সংবাদের পর ‘আনন্দমেলা’ দেখানো হবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।