ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

যেমন ছিলো নিক-প্রিয়াঙ্কার বাগদান পরবর্তী পার্টি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
যেমন ছিলো নিক-প্রিয়াঙ্কার বাগদান পরবর্তী পার্টি আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, অর্পিতা খান শর্মা ও পরিণীতি চোপড়া

অবশেষে ঘটনায় পরিণত হলো রটনা। বিদেশি বরই পছন্দ হলো দেশি গার্লের। শনিবার (১৮ আগস্ট) জল্পনা সত্যি করে নিক জোনাসের সঙ্গেই প্রিয়াঙ্কা চোপড়ার ‘রোকা’ সম্পন্ন হলো। এসময় উপস্থিত ছিলেন, ঘনিষ্ঠ বন্ধু ও দুই পরিবারের সদস্যরা।

নিক জোনাসের বাবা-মায়ের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া‘রোকা’ অনুষ্ঠান পরিবারের সদস্যদের নিয়ে করলেও। একই দিন সন্ধ্যায় বলিউড তারকাদের জন্য একটি পার্টির আয়োজন করেছিলেন নিক-প্রিয়াঙ্কা।

জোনাস ও চোপড়া পরিবারযেখানে উপস্থিত হয়েছিলেন, বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া, আলিয়া ভাট, অভিনেতা সালমান খানের বোন অর্পিতা খান শর্মা, পরিচালক বিশাল ভরদ্বাজ ও সঞ্জয় লীলা বানসালি, প্রযোজক মুশতাক শেখ, স্ত্রী ও মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানিসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।