ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রাক্তন প্রেমিকাকে শুভেচ্ছা জানালেন শহিদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
প্রাক্তন প্রেমিকাকে শুভেচ্ছা জানালেন শহিদ শহিদ কাপুর, নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া

শাহরুখ খান, অক্ষয় কুমার, হারমান বহু তারকার সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তালিকায় রয়েছেন শহিদ কাপুরও। তবে দু’জন কখনও তাদের ভালোবাসার কথা স্বীকার করেননি।

শুধু একসঙ্গে ঘুরে বেড়ানো নয়, এক ছাদের নিচেও থেকেছেন এই তারকা জুটি। কিন্তু হঠাৎ করেই ভেঙে যায় তাদের প্রেম।

তবে সেটি কি কারণে ভেঙেছিলো তা আজও অজানা।

এদিকে, শনিবার (১৮ আগস্ট) মার্কিন সঙ্গীতশিল্পী নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার ‘রোকা’ সম্পন্ন হয়েছে। ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকাকে শুভকামনা জানিয়েছেন হলিউড-বলিউডের তারকারা।

চমকপ্রদ তথ্য হলো- প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন তার প্রাক্তন প্রেমিক শহিদ কাপুরও। ইনস্টাগ্রামে শহিদ লিখেছেন, ‘নিক-প্রিয়াঙ্কা তোমাদের জন্য শুভকামনা রইলো। নিজের অভিজ্ঞতা থেকে বলছি বিয়ে খুব সুন্দর একটি বন্ধন। ’

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।