ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবারো বিতর্কে জড়ালেন কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
আবারো বিতর্কে জড়ালেন কঙ্গনা কঙ্গনা রানাওয়াত

বিতর্ক যেনো কঙ্গনার পিছু ছাড়ছেই না। ২০১৬ সালে এক সাক্ষাৎকারে বলিউড সুপারস্টার ঋত্বিক রোশনকে ‘সিলি এক্স’ অর্থাৎ ‘হীনমন্য প্রেমিক’ বলে সম্বোধন করেছিলেন কঙ্গনা।

এ কারণে বেশ বিতর্কিত হতে হয়েছিলো ‘কুইন’খ্যাত এই তারকাকে। এবার নতুন বিতর্কে জড়ালেন এই বলিউড অভিনেত্রী।

জানা গেছে- ২০১৭ সালের সেপ্টেম্বরে একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান থেকে কিছু সম্পত্তি কিনেছিলেন কঙ্গনা। কিন্তু তাদের মধ্যস্থতাকারীর ফি পুরোপুরি পরিশোধ করেননি তিনি। আর এ কারণেই নাকি কঙ্গনাকে তলব করেছে মুম্বাই পুলিশ।

তবে কঙ্গনা দাবি করেছেন, চুক্তি অনুযায়ী ফি পরিশোধ করেছেন তিনি। এ তার ভাষ্য, ‘বিষয়টি আমার ফিন্যান্স টিম দেখভাল করছে। অভিযোগকারীদের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী ১ শতাংশ মধ্যস্থতাকারী ফি দেওয়া হয়েছে যা প্রায় ২২ লাখ রুপি। কিন্তু তারা এখন ২ শতাংশ দাবি করছে। কিন্তু কখনোই ২ শতাংশ ফি প্রদানের সিদ্ধান্ত হয়নি। ব্যাংকের মাধ্যমে অর্থ প্রদান করা হয়েছে এবং সকল কাগজপত্র রয়েছে। ’

এ বিষয়ে গত জুলাইয়ের শেষে মুম্বাইয়ের খার থানায় অভিযোগ করেছিলেন রিয়েল এস্টেটের এক ব্যক্তি। কঙ্গনা যে সম্পত্তি কিনেছেন তা মুম্বাইয়ের বান্দ্রার পালি হিলে অবস্থিত। এর মূল্য ২০ কোটি সাত লাখ রুপি।

যদিও এ বিষয়ে রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি বলেছেন, ‘আমি জানতাম এরকম একটা কিছু হবে এবং বিষয়টি এমনভাবে সাজানো হবে যেন ভুলটা আমার। বিষয়টি মিডিয়ার সামনে আনার কোনো ইচ্ছে নেই, কারণ আমি এখানে খুবই ক্ষুদ্র একজন ব্যক্তি এবং বিষয়টি সামনে আসলে আরো ক্ষতি হবে। এখন সব পক্ষের ডকুমেন্টের ওপর নির্ভর করাটাই ভালো হবে। ’

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।