ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইমরানকে প্রধানমন্ত্রী ডাকতে গর্ববোধ করেন মাহিরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
ইমরানকে প্রধানমন্ত্রী ডাকতে গর্ববোধ করেন মাহিরা ইমরান খান ও মাহিরা খান

পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক জনপ্রিয় ক্রিকেটার ইমরান খান। শনিবার (১৮ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট হাউস আইওয়ান-ই-সাদরে বিশেষ আয়োজনে শপথ নেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান।

দায়িত্বভার গ্রহণ করার পর রোববার (১৯ আগস্ট) ইমরান খান জাতির উদ্দেশে ভাষণ দেন। ভাষণে নিজের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থান এবং মানব উন্নয়নের ওপর জোর দিয়ে বক্তব্য দেন।

এক ঘণ্টারও বেশি সময় ধরে দেওয়া এই ভাষণে ইমরান শিশুর যৌন নির্যাতন ঠেকানো ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।

ইমরান খানের ভাষণের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ‘রইস’খ্যাত অভিনেত্রী লেখেন, ‘আপনাকে প্রধানমন্ত্রী খান ডাকতে গর্ববোধ করছি। ’

পোস্টটির সঙ্গে মাহিরা ইমরান খানের স্থিরচিত্রও যুক্ত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।