ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নাম নিয়ে বিভ্রান্তি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
নাম নিয়ে বিভ্রান্তি! মিশু সাব্বির ও সাদিয়া জাহান প্রভা

রাশেদ ও রাশেদুল বিশেষ কাজে ইন্দোনেশিয়ায় যান। কিন্তু পাসপোর্টে তাদের দু’জনের নামের মিল থাকায় বিভ্রান্তি তৈরি হয়।

এয়ারপোর্ট থেকে তাদের গ্রহণ করতে গরমিল করে ফেলেন কোম্পানি ও রেস্টুরেন্টের প্রতিনিধিরা। কিন্তু যে কাজের জন্য রাশেদ ও রাশেদুল বিদেশে গিয়েছে, তা দেখে তারা হতভম্ব হয়ে যান।

এরপর ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়।

এমনই গল্পে নির্মিত হয়েছে বিশেষ ধারাবাহিক নাটক ‘ক্রসকানেকশন’। আবু হায়াত মাহমুদ পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন মিশু সাব্বির, সাদিয়া জাহান প্রভা, ফারহান আহমেদ জোভান, আশনা হাবিব ভাবনা, তানিয়া আহমেদ, মুমতাহিনা টয়া, আজাদ আবুল কালাম প্রমুখ।

ঈদের দিন থেকে টানা ৬ষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় এসএ টেলিভিশনে ‘ক্রসকানেকশন’ প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।