ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদে মুক্তি পাচ্ছে তিন সিনেমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
ঈদে মুক্তি পাচ্ছে তিন সিনেমা .

ঈদুল আজহা উপলক্ষে মুক্তির ঘোষণা এসেছিলো পাঁচ সিনেমার। তবে শেষ পর্যন্ত ঈদে মুক্তি পাচ্ছে তিন সিনেমা।

সিনেমা তিনটি হলো- ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’ ও ‘মনে রেখো’ এবং মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’।  

বৃহস্পতিবার (২০ আগস্ট সরকারি শেষ কর্ম দিবসে রাজা চন্দ পরিচালিত ‘বেপরোয়া’ ও শাহীন সুমন পরিচালিত ‘মাতাল’ সেন্সর ছাড়পত্র পেলেও সিনেমা দুইটি ঈদে মুক্তি পাচ্ছে না।



এ প্রসঙ্গে পরিচালক শাহীন সুমন বাংলানিউজকে বলেন, ঈদের মাত্র একদিন আগে আমরা সেন্সর ছাড়পত্র পেয়েছি। যার কারণে পোস্টার থেকে শুরু করে অন্যান্য কিছুই প্রস্তুত করতে পারিনি। তাই ঈদে আমরা ‘মাতাল’ মুক্তি দিতে পারছি না।
এদিকে ‘বেপরোয়া’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান, ‘বেপরোয়া’ বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে না। তবে যেহেতু প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে সিনেমাটির মুক্তির তারিখ নেওয়া হয়েছে। তাই ঢাকার বাইরে একটি প্রেক্ষাগৃহে অফিশিয়ালি সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

‘ক্যাপ্টেন খান’
ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’।  এতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী।  শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি সারাদেশে ১৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। শাকিব-বুবলী ছাড়াও ‘ক্যাপ্টেন খান’-এ আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, সম্রাট, ডন, অমিত হাসান, শিবা সানু, আশীষ বিদ্যার্থী প্রমুখ।

‘মনে রেখো’
এই সিনেমাটিও পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এতে মাহির বিপরীতে অভিনয় করেছেন কলকাতা নায়ক বনি সেনগুপ্ত।  ‘মনে রেখো’র মধ্য দিয়ে বাংলাদেশে বনির অভিষেক ঘটছে। হার্টবিট প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি ৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, জয়ী, সোহেল, তুলিকা ও বিশ্বজিৎ।

‘জান্নাত’
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ মুক্তি পেতে যাচ্ছে ৩১ প্রেক্ষাগৃহে। অন্যান্য সিনেমার তুলনায় কম সংখ্যক প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি তালিকায় থাকলেও ঈদের আলোচিত অন্যতম সিনেমা এটি। কারণ এই সিনেমার মধ্য দিয়ে পাঁচ বছর পর ‘পোড়ামন’ সিনেমার হিট জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি পর্দায় ফিরছেন। এসএস মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।