ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বলিউড তারকাদের ঈদ শুভেচ্ছা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
বলিউড তারকাদের ঈদ শুভেচ্ছা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অনিল কাপুর ও রণবীর কাপুর

ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। ধর্মের ভিন্নতা থাকলেও সাধারণ আট-দশজন মানুষের মতো আয়োজন করেই বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করেন বহু তারকা। আর এই আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুভেচ্ছার বার্তাও দিয়ে থাকেন তারা।

ঈদ উপলক্ষে ভক্ত-অনুরাগীদের উদ্দেশে বলিউডের অভিনেতা-অভিনেত্রী অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।

শান্তি ও প্রেমের বার্তা নিয়ে সকাল সকাল অনুরাগীদের ঈদ মোবারক জানিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

অনুপম খের ফেসবুকে লিখেছেন, ‘ঈদ মোবারক। সবার জন্য ভালোবাসা রইলো। ’

শাহরুখ খান একটি ভিডিও বার্তা শেয়ার করে সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনেতা অনিল কাপুর টুইটারে লিখেছেন, ‘এই পবিত্র দিনে সকলের মাঝে ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে দিন। ’

ছবি: সংগৃহীতরণবীর কাপুর লিখেছেন, ‘সকলকে ঈদের শুভেচ্ছা। ’

ওড়িশার পুরি সমুদ্র সৈকতের বালিতে চমৎকার ভাস্কর্য তৈরি করেছেন সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রখ্যাত বালি শিল্পী সুদর্শন পাটনায়েক।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।