ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একসঙ্গে ঈদ উদযাপন করছেন জায়ান-জিজি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
একসঙ্গে ঈদ উদযাপন করছেন জায়ান-জিজি! বোন ওয়ালিহা মালিকের সঙ্গে জায়ান মালিক

ভেঙে গিয়েছিলো তাদের প্রেম। এমনকি ইনস্টাগ্রাম থেকেও একে অপরকে আনফলো করে দিয়েছিলেন তারা। কিন্তু গত মার্চে আবার কাছাকাছি আসেন তারা। কথা হচ্ছে- ব্রিটিশ সংগীতশিল্পী জায়ান মালিক ও সুপার মডেল জিজি হাদিদকে নিয়ে।

আজ পবিত্র ঈদুল আজহা। জানা গেছে এই দিনটি প্রেমিক জায়ানের পরিবারের সঙ্গে উদযাপন করছেন জিজি।

জায়ান মালিক ও জিজি হাদিদবুধবার (২২ আগস্ট) ইনস্টাগ্রামে জায়ান ও তার বোনের একসঙ্গে তোলা একটি স্থিরচিত্র শেয়ার করেছেন জিজি। এরপর থেকেই এই তারকা জুটির কাছাকাছি আসার গুঞ্জন আরও জোরাল হয়।

গত ১৭ আগস্ট ইউনিসেফের আমন্ত্রণে কক্সবাজারের জামতলি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেছেন জিজি হাদিদ। এসময় ক্যাম্পে থাকা শিশুদের সঙ্গে সময়ও কাটিয়েছেন মার্কিন এই সুপার মডেল।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।