ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ের সময় হলে এমনিতেই হয়ে যাবে: রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
বিয়ের সময় হলে এমনিতেই হয়ে যাবে: রণবীর রণবীর কাপুর ও আলিয়া ভাট

মুখে স্বীকার না করলেও রণবীর কাপুর ও আলিয়া ভাট যে প্রেম করছেন সেটি কারও অজানা নয়। গুঞ্জন শোনা যাচ্ছে- খুব শিগগিরই বিয়ের বন্ধনেও আবদ্ধ হতে যাচ্ছেন তারা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরকে আলিয়ার সঙ্গে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মানুষ মনগড়া কাহিনি তৈরি করে এবং তার থেকে আরও কাহিনি তৈরি হতে থাকে। আর এই ধারা চলতেই থাকে।

‘তামাশা’খ্যাত এই তারকা আরও বলেন, বিয়ে হলো এমন একটি বিষয়, যা সময় হলে এমনিতেই হয়ে যাবে। এমনটা বলবো না যে, আমার বয়স তো ৩৫ বছর হয়ে গিয়েছি। তাই এখন আমার বিয়ে করে নেওয়া উচিত। আসলে সম্পূর্ণ বিষয়টি নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তি ও তার সঙ্গী বিয়ে নিয়ে কী ভাবছে তার ওপর।

গুঞ্জন প্রসঙ্গে রণবীর বলেন, কখনও কখনও খবর সত্যি হয়, আবার কখনও ভুল। কারও ব্যক্তিগত জীবন সম্পর্কে আগ্রহ থাকাটা অস্বাভাবিক নয়। কিন্তু এই গুজবের কারণে কারও সম্পর্কের বদনাম হচ্ছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।