ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কেরালার বন্যার্তদের পাশে সানি লিওন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
কেরালার বন্যার্তদের পাশে সানি লিওন সানির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা স্থিরচিত্র

দক্ষিণ ভারতের কেরালার বন্যাদুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড তারকারা। শাহরুখ খান, ঋত্বিক রোশন, ফারহান আখতার, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, সুশান্ত সিং রাজপুত্র এবং আনুশকা শর্মাসহ বহু তারকা দুর্যোগ কবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছেন।

এবার বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন ‘এক পেহেলি লিলা’খ্যাত এই অভিনেত্রী।

সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার বন্যা কবলিতদের জন্য ১২শ’ কেজি চাল ও ডাল সাহায্য দিয়েছেন।

ইন্সটাগ্রামে স্থিরচিত্র পোস্ট করে সালি লিওন লিখেছেন, আশা করছি আজ আমি কেরালের কিছু মানুষের মুখে ভাত তুলে দিতে পারবো। আমি জানি এটা তাদের প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত না। তাদের আরও সাহায্য করতে পারলে আমার ভালো লাগতো।

এদিকে বলিউড অভিনেতা প্রতীক বাব্বার ও সিদ্ধান্ত কাপুর কেরালার বন্যাদুর্গত মানুষদের সাহায্যার্থে তহবিল সংগ্রহ করছেন। অনেকেই তাদের তহবিলে সাহায্য দিচ্ছেন।

কেরালায় বন্যায় এ পর্যন্ত ৩শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঘর ছাড়া হয়েছেন প্রায় ১৫ লাখ। এটিকে বলা হচ্ছে শতাব্দীর সবচেয়ে ভয়ংকর বন্যা।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।