ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘মায়ের চোখের তারা’ সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
‘মায়ের চোখের তারা’ সালমান মায়ের চোখে চোখ রেখে কথা বলছেন সালমান

বলিউড সুপারস্টার সালমান খান বর্তমানে আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ সিনেমার শুটিংয়ে মাল্টায় রয়েছেন।

সিনেমাটির শুটিংয়ের পাশাপাশি অবকাশ যাপন করছেন ৫২ বছর বয়সী এই অভিনেতা। তার সঙ্গে রয়েছেন মা সালমা খান ও পরিবারের অন্যান্য সদস্যরা।

সেখান থেকে ভক্তদের নিয়মিত আপডেটও জানাচ্ছেন সাল্লু।  

শুক্রবার (২৪ আগস্ট) সালমানের ভগ্নীপতি এবং ‘ভারত’ সিনেমার প্রযোজক অতুল অগ্নিহোত্রী একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। স্থিরচিত্রে সালমানকে তার মায়ের চোখে চোখ রেখে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে।

তাই ক্যাপশনে অতুল সালমানকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘মায়ের চোখের তারা’।

এদিকে সালমান মাল্টার সুইমিং পুলে নেমে তোলা একটি স্থিরচিত্র পোস্ট করেছেন। যার ক্যাপশনে লেখা, ‘পানি’। সালমান খানশুধু সালমানই নয়, সিনেমাটিতে তার নায়িকা ক্যাটরিনা কাইফও মাল্টা থেকে নিজের আপডেট জানাচ্ছেন। তিনি পরিচালক জাফরের সঙ্গে স্থিরচিত্র তুলে ইন্সটাগ্রামে পোস্ট করেছেন। গত সপ্তাহে ‘এক থা টাইগার’খ্যাত এই অভিনেত্রী মাল্টায় গিয়ে ‘ভারত’র শুটিংয়ে যোগ দেন।
 
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ২৪ আগস্ট, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।