ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ডাকাতের বউ’ তিশা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
‘ডাকাতের বউ’ তিশা! নুসরাত ইমরোজ তিশা

প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের ঘুম হারাম করে দিয়েছে আজরত ডাকাইত। তাকে ধরতে নানারকম ফাঁদ পাতা হয়। কিন্তু কোনোভাবেই তাকে ধরা যায় না।

একদিন দলবল নিয়ে ডাকাতি করতে এক বাসায় যায় আজরত। সে বাসার মেয়ে সিঁথিকে ভালো লেগে যায় আজরতের শিষ্য কালামের।

আজরতকে না জানিয়েই কালাম সিঁথিকে অপহরণ করে লুকিয়ে রাখে। তবে এক পর্যায় সিঁথির কথা জানতে পেরে রেগে যান আজরত। আফরান নিশো ও নুসরাত ইমরোজ তিশাসিঁথির অনুরোধে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এই ডাকাত দলের প্রধান। সে অন্য একজন সদস্যকে সিঁথিকে চোখ বেঁধে সড়কে তুলে দিয়ে আসতে বলে। তবে ঘটনা অন্য দিকে মোড় নেয়। ডাকতকেই বিয়ে করে ফেলেন সিঁথি।

এমন গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘ডাকাতের বউ’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায়  নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে আজরত ডাকাইতের চরিত্রে আফরান নিশো ও সিঁথি চরিত্রে নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছেন।

রোববার (২৬ আগস্ট) ঈদুল আজহার ৫ম দিন রাত ১১টা ৪৫ মিনিটে আরটিভিতে টেলিফিল্ম ‘ডাকাতের বউ’ প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।