ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অভিষেকেই মাতালেন শ্রীদেবীকন্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
অভিষেকেই মাতালেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর

করণ জোহর প্রযোজিত ‘ধাড়াক’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রেখেছেন শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর। অভিষেক ছবিতেই নিজের দক্ষতা দেখিয়ে জয় করে নিয়েছেন সবার হৃদয়।

অভিনয় দক্ষতা দেখানোর পর এবার র‌্যাম্পে হাঁটার দক্ষতাও দেখিয়ে দিয়েছেন জাহ্নবী কাপুর।

ফ্যাশন ডিজাইনার নচিকেত বারভের সঙ্গে জাহ্নবী কাপুরগত ২১ আগস্ট থেকে ভারতে শুরু হয়েছে জমকালো ল্যাকমে ফ্যাশন উইক।

শুক্রবার (২৪ আগস্ট) ছিলো এই জমকালো আয়োজনের তৃতীয় দিন। এদিন ফ্যাশন ডিজাইনার নচিকেত বারভের পোশাক পরে র‌্যাম্পে হেঁটেছেন জাহ্নবী কাপুর। এর মধ্য দিয়ে র্যাম্প অভিষেক হলো তার।

প্রথমবার র‌্যাম্পে হাঁটা প্রসঙ্গে জাহ্নবী বলেন, ‘আমি যখন প্রথম আমার পোশাকটি দেখি ভেবেছিলাম এটি অনেক ভারী। আর এটি পরলে র‌্যাম্পে হাঁটার সময় অবশ্যই পড়ে যাবো। কিন্তু পোশাকটি পরার পর তেমনটি একদম মনে হয়নি। কারণ এটি বেশ আরামদায়ক ও হালকা ছিলো। ’

খুশি কাপুর, আনশুলা কাপুর ও জাহ্নবী কাপুর শুধু জাহ্নবী নয়, তার বোন খুশি কাপুর ও সৎ বোন আনশুলা কাপুরও র‌্যাম্পে হেঁটেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।