ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গৃহকর্মীর বিয়ের অনুষ্ঠানে আলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
গৃহকর্মীর বিয়ের অনুষ্ঠানে আলিয়া গৃহকর্মী ও তার স্বামীর সঙ্গে আলিয়া ভাট

অন্তর্জালে ঘুরছে আলিয়া ভাটের ভাইরাল হয়ে যাওয়া একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, গোলাপী-সোনালি রঙা পোশাক পরে এক নব-দম্পতির সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

জানা গেছে- ভাইরাল হওয়া ছবিটিতে আলিয়ার সঙ্গে যে নারী রয়েছেন তিনি ‘হাইওয়ে’খ্যাত এই তারকার বাড়ির গৃহকর্মী। তার বিয়ের অনুষ্ঠানেই অতিথি হয়ে উপস্থিত হয়েছেন তিনি।

অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবির শুটিং করছেন আলিয়া ভাট। এতে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে অমিতাভ বচ্চন, নাগার্জুনা, রণবীর কাপুর ও টেলিভিশন তারকা মৌনি রয়কে।

এছাড়া ‘কলঙ্ক’ ও ‘গুল্লি বয়’ ছবির কাজ রয়েছে বলিউডের এই অভিনেত্রীর হাতে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।