ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আরাফের ‘ভাবনার গান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
আরাফের ‘ভাবনার গান’ ‘ভাবনার গান’ গানের দৃশ্য

ঈদ উপলক্ষে সঙ্গীতশিল্পী আরাফের নতুন একটি গান প্রকাশ পেয়েছে। ‘ভাবনার গান’ শিরোনামে গানটির সুর ও সংগীত করেছেন শান্ত শান।

শাহেদ শুভর নির্দেশনায় এতে মডেল হয়েছেন শারিয়া আহাদ ও তৌহিদ। কোরিওগ্রাফি করেছেন শিশির সরকার।

গানটি প্রসঙ্গে শুভ বলেন, চমৎকার কথা, সুর ও সংগীতে আরাফের কণ্ঠে এই গানটি এরইমধ্যে সবার পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে। নতুন শিল্পীদের নিয়ে আগামীতে বেশকিছু ভালো গান প্রকাশ করবো।

গানটিতে একই সঙ্গে ক্লাসিক্যাল ও ওয়েস্টার্ন ঘরানার একটি আলাদা সংমিশ্রণ করা হয়েছে বলে জানিয়েছেন শান্ত শান। জি সিরিজের ব্যানারে গানটি ঈদের ২য় দিন প্রকাশ পেয়েছে।

** ‘ভাবনার গান’ গানের ভিডিও
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।