ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

র‌্যাম্প মাতালেন অন্তঃসত্ত্বা নেহা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
র‌্যাম্প মাতালেন অন্তঃসত্ত্বা নেহা অঙ্গার বেদী ও নেহা ধুপিয়া

দু’দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি স্থিরচিত্র শেয়ার করে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন নেহা ধুপিয়া।

গত ২১ আগস্ট থেকে ভারতে শুরু হয়েছে জমকালো ল্যাকমে ফ্যাশন উইক। শনিবার (২৫ আগস্ট) ছিলো এই জমকালো আয়োজনের চতুর্থ দিন।

এদিন ফ্যাশন ডিজাইনার পায়েল সিংহালের পোশাক পরে র‌্যাম্পে হাঁটতে দেখা গেছে অন্তঃসত্ত্বা নেহাকে।

র‌্যাম্পে হাঁটার সময় নেহাকে সঙ্গ দিয়েছেন তার স্বামী অঙ্গার বেদী। দু’জন একই কারুকাজ করা পোশাক পরেছিলেন।

এর আগে বহুবার র‌্যাম্পে হাঁটতে দেখা গেছে নেহাকে। তবে এবার র‌্যাম্পে হাঁটার অভিজ্ঞতা তার জন্য নাকি ভিন্ন ছিলো। এ প্রসঙ্গে নেহা বলেছেন, ‘এটি সত্যি অসাধারণ একটি অভিজ্ঞতা। ’

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।