ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ভারতে’ সালমান-ক্যাটরিনার পয়লা দর্শন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
‘ভারতে’ সালমান-ক্যাটরিনার পয়লা দর্শন সালমান খান ও ক্যাটরিনা কাইফ

‘পার্টনার’, ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’তে সালমান খান ও ক্যাটরিনা কাইফের রসায়ন দেখেছে দর্শক। এবার আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’-এ আরও একবার দেখা যাবে এই জুটির রসায়ন।

দুই সপ্তাহ আগে মালটায় শুরু হয়েছে ‘ভারত’র শুটিং। কিছুদিন আগে সেখানে যোগ দিয়েছেন ক্যাটরিনা কাইফ।

এরইমধ্যে প্রকাশ করা হয়েছে ‘ভারত’-এ সালমান-ক্যাটরিনার প্রথম লুক। নিজের ইনস্টাগ্রাম পেজেও সেটি শেয়ার করেছেন ক্যাট। যেখানে দেখা যাচ্ছে- সবুজ রঙা লেহেঙ্গা পরেছেন ক্যাট এবং সাল্লুর পরনে রয়েছে কালো শেরওয়ানি।

‘ভারত’-এ সালমান-ক্যাটরিনার পাশাপাশি আরও রয়েছেন টাবু ও দিশা পাতনি। সবকিছু ঠিক থাকলে ২০১৯ সালের ৫ জুন মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।