ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাজ্জাদ-ঊর্মিলার ‘সেকেন্ড লাইফ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
সাজ্জাদ-ঊর্মিলার ‘সেকেন্ড লাইফ’ ইরফান সাজ্জাদ ও ঊর্মিলা শ্রাবন্তী কর

আসিফের গাড়ির সঙ্গে হঠাৎ একটি রিকশার ধাক্কা লাগে। ওই রিকশার যাত্রী ছিলেন অর্পা।

দুর্ঘটনার কারণে অর্পা জ্ঞান হারিয়ে ফেলেন। আসিফ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

তার ব্যাগে খুঁজে কিছু টাকা ছাড়া কোনো ফোন বা ঠিকানার পাওয় যায় না। তাই ডাক্তারের পরামর্শে তাকে হাসপাতালেই ভর্তি রাখা হয়।

ঠিক দু’দিন পর অর্পার জ্ঞান ফেরে। তখন সে জানায় পার্লারে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন তিনি। সঙ্গে মোবাইল নিয়ে আসেনি। আসিফ তাকে বিশ্রাম নিতে বললে অর্পা তাকে বলেন, এখনই তার বাসায় যেতে হবে, কারণ আজ তার বিয়ে।

বিয়ের সাজ সাজতেই সে পার্লারে যাচ্ছিলো। আসিফ অর্পাকে জানায় দুর্ঘটনাটি দুইদিন আগে ঘটেছিলো।

এটি ‘সেকেন্ড লাইফ’ নাটকের গল্প। এটি রচনা ও পরিচালনা করেছেন আর বি প্রীতম। নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, আনন্দ খালেদ প্রমুখ।

মঙ্গলবার (২৮ আগস্ট) রাত ৭টা ৫০ মিনিটে নাটকটি বাংলাভিশনে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।