ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাবার পোশাকে তৈমুর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
বাবার পোশাকে তৈমুর! তৈমুর আলি খান ও সাইফ আলি খান

সামাজিক যোগাযোগমাধ্যমে তৈমুর আলি খান বেশ জনপ্রিয়। সাইফ আলি খান ও কারিনা কাপুর খান দম্পতির একমাত্র পুত্রের স্থিরচিত্র প্রায়ই ভাইরাল হতে দেখা যায়।

নতুন কিছু স্থিরচিত্র তৈমুরকে তার ভক্তদের কাছ থেকে প্রশংসা এনে দিচ্ছি। এতে দেখা যাচ্ছে নীল কুর্তার উপর সাদা কটি পরেছে 'ছোট নবাব'।

বেশ কিছুদিন আগে একই ধরণের পোশাক পরেছিলেন সাইফ আলি খান।

এমন পোশাকে তৈমুরকে বাবার মতোই দেখাচ্ছে বলে অনেকে মন্তব্য করছেন।

এদিকে ওয়েব সিরিজ 'সেক্রেড গেমস' র সাফল্যের পর বেশ ফুরফুরে মেজাজেই আছেন সাইফ আলি খান। খুব শিগগিরই তিনি সিরিজটির দ্বিতীয় সেশনের কাজ শুরু করবেন।

সাইফ আলি খান ও কারিনা কাপুর খান ২০১২ সালে বিয়ে করেন। ২০১৬ সালের ডিসেম্বরে তৈমুরের জন্ম হয়।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।