ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ত্রিভুজ প্রেম নিয়ে ‘তোমার আমার গল্প শেষে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
ত্রিভুজ প্রেম নিয়ে ‘তোমার আমার গল্প শেষে’ ইরফান সাজ্জাদ ও সাদিয়া জাহান প্রভা

বাড়ি ভাড়া নেয়ার পর থেকে সুমন বাড়িওয়ালার মেয়ে মাইশাকে পড়াতে শুরু করে। ধীরে ধীরে সুমনের প্রতি দুর্বল হয়ে পড়ে মাইশা, কিন্তু সুমন ভালোবাসে নীতাকে।

সুমন প্রথম থেকে মাইশাকে বোঝানোর চেষ্টা করছিলো সম্পর্কে যাওয়া সম্ভব না। মাইশা হাল ছাড়লো না, হঠাৎ একটা প্রোজেক্টের কাজ পাওয়ায় ব্যস্ত হয় সুমন।

নীতা পড়ানো শুরু করলো মাইশাকে, ঘটনা তখনই ঘটলো। নীতা জেনে গেলো সুমনের প্রতি মাইশার দুর্বলতা। শুরু হলো দ্বন্দ্ব।

এমন গল্প নিয়েই তৈরি হয়েছে ‘তোমার আমার গল্প শেষে’ নাটক। ইউসুফ আলি খোকনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক।

অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাদিয়া জাহান প্রভা, উষ্ণ, পীরজাদা হারুন প্রমুখ।

আগামী ৩০ আগস্ট রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।
 
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।