ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দীপিকা-প্রিয়াঙ্কা নয়, ‘ওয়ান্ডার ওম্যান’-এ সৌন্দরিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
দীপিকা-প্রিয়াঙ্কা নয়, ‘ওয়ান্ডার ওম্যান’-এ সৌন্দরিয়া গাল গাদত, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া ও সৌন্দরিয়া শর্মা

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো, হলিউড ছবি ‘ওয়ান্ডার ওম্যান’র দ্বিতীয় কিস্তি ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’তে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোন অথবা প্রিয়াঙ্কা চোপড়াকে।

কিন্তু বলিউড-হলিউডের জনপ্রিয় এই দুই অভিনেত্রীকে সেখান থেকে হটিয়ে তাদের জায়গা দখল করে নিয়েছেন বলিউড তারকা সৌন্দরিয়া শর্মা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সৌন্দরিয়া শর্মা।

‘ওয়ান্ডার ওম্যান’-এ অভিনয় প্রসঙ্গে সৌন্দরিয়া জানান, ‘বিষয়টি একদম স্বপ্ন সত্যি হয়ে যাওয়ার মতো। এমন বড় একটি প্রজেক্টে কাজ করার সুযোগ পাওয়া স্বপ্নের মতো লাগছে। এমন একটি চরিত্রে অভিনয় করার ইচ্ছে ছিলো আমার। ’

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।