ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দেখতে অনেকটা করণ জোহরের মতো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
দেখতে অনেকটা করণ জোহরের মতো করণ জোহর ও ওসমান খান

খয়েরি রঙা ব্লেজার, সানগ্লাস ও গলায় মাফলার পরা লোকটিকে বলিউডের পরিচালক-প্রযোজক করণ জোহরই মনে হবে দেখলে। কিন্তু এই মানুষটি অন্য কেউ। তাই অনলাইনে ভাইরাল হয়ে গেছে স্থিরচিত্রটি।

ওসমান খান নামের ওই ব্যক্তি বৃহস্পতিবার (৩০ আগস্ট) টুইটারে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘লোকে বলে আমি নাকি দেখতে করণ জোহরের মতো, সত্যি কি তাই?’

ওসমানের টুইটের স্ক্রিনশট শেয়ার করে করণ জোহর টুইটারে লিখেছেন, ‘কিছু টুইট আমাকে হতবাক করে দেয়। সেগুলোর মধ্যে এটি একটি।

করণ জোহর এখন  বলিউডের বেশ কয়েকটি ছবি নিয়ে ব্যস্ত। এর মধ্যে তিনি নিজে পরিচালনা করবেন ‘তাখত’ (কারিনা কাপুর খান, রণবীর সিং, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, অনিল কাপুর)।

এছাড়া করণের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘কলঙ্ক’ (সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, সোনাক্ষী সিনহা, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, আদিত্য রয় কাপুর), ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ (টাইগার শ্রফ, অনন্যা পান্ডে ও তারা সুতারিয়া)।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।