ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইউরোপের রাস্তায় ফাতিমা-সানিয়ার নাচ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
ইউরোপের রাস্তায় ফাতিমা-সানিয়ার নাচ (ভিডিও) ইউরোপের রাস্তায় ফাতিমা-সানিয়ার নাচ

‘দঙ্গল’ খ্যাত ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা কিছুদিন আগে ‘দিলবার’ গানের তালে কোমর দুলিয়ে আলোচিত হন। তাদের সেই নাচের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়তেই রীতিমতো ভাইরাল হয়ে যায়। এবার ইউরোপের রাস্তায় মন খুলে নাচলেন এ দুই তারকা।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) ইনস্টাগ্রামে দু’জনের নাচের বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন ফাতিমা। সঙ্গে যুক্ত করেছেন একটি ভিডিও।

ছবিগুলোর ক্যাপশনে ফাতিমা লিখেছেন, ‘কিউট সানিয়া। কীভাবে ব্রেক নিতে হয় তা আমাদের কাছ থেকে শেখো। ’

জবাবে সানিয়া লিখেছেন, ‘আইডিয়াটা আমার, তবে ড্যান্স তোমার। ’

এদিকে ফাতিমাকে সামনে বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে দেখা যাবে। এতে তার সহশিল্পীরা হলেন অমিতাভ বচ্চন, আমির খান ও ক্যাটরিনা কাইফ। এটি মুক্তি পাবে ৭ নভেম্বর। তার আগে আগামী ২৮ সেপ্টেম্বর আসবে সানিয়া মালহোত্রার নতুন ছবি বিশাল ভরদ্বাজের ‘পাতাখা’।

** ফাতিমা-সানিয়ার নাচের ভিডিও
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।