ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সিয়ামের সঙ্গে চার নায়িকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
সিয়ামের সঙ্গে চার নায়িকা (বা থেকে) পূজা, শাবনূর, সিয়াম, মৌসুমী ও ফারিয়া

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর ও মৌসুমী। অন্যদিকে নতুন প্রজন্মের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও পূজা চেরি।

একটি স্থিরচিত্রে তাদের চারজনের সঙ্গে দেখা গেলো চিত্রনায়ক সিয়াম আহমেদকে। স্থিরচিত্রে সবাই হাস্যোজ্জ্বল।

 

শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এই স্থিরচিত্রটি শেয়ার করেছেন অভিনেতা সিয়াম আহমেদ। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘উফফফ’!

স্থিরচিত্রটি দেখে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এক সিনেমায় সিয়ামের বিপরীতে কি এই চার নায়িকা অভিনয় করছেন?

আসলে বিষয়টি তা নয়। জানা গেছে, শুক্রবার (৩১ আগস্ট) রাতে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার আয়োজনে একটি ঘরোয়া অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তারা। সেখানেই শাবনূর, মৌসুমী, নুসরাত ফারিয়া ও পূজার সঙ্গে ক্যামেরাবন্দী হন সিয়াম। ঘরোয়া অনুষ্ঠানে তারকারাসে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক বাপ্পারাজ, ওমর সানি, রোশন, অমিত হাসান, সঙ্গীতশিল্পী ইমরান, কনা, প্রযোজক আব্দুল আজিজ ও অভিনেতা নাদের চৌধুরীসহ বেশ কয়েকজন।

গত ঈদুল ফিতরে ‘পোড়ামন ২’ সিনেমার মধ্য দিয়ে সিয়ামের বড় পর্দায় অভিষেক ঘটে। প্রথম সিনেমা দিয়েই এই অভিনেতা পেয়েছেন প্রশংসা। তার অভিনীত ‘দহন’ ও ‘ফাগুন হাওয়া’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।