ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্বামী করণের সঙ্গে পর্দায় ফিরছেন বিপাশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
স্বামী করণের সঙ্গে পর্দায় ফিরছেন বিপাশা বিপাশা বসু ও করণ সিং গ্রোভার

২০১৬ সালের এপ্রিলে নিজের অভিনীত ‘অ্যালোন’ সিনেমার সহশিল্পী করণ সিং গ্রোভারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বলিউড অভিনেত্রী বিপাশা বসু।

সে থেকেই বড় পর্দায় অনুপস্থিত বিপাশা। তবে চলতি বছর ‘থ্রি দেব’ সিনেমা নিয়ে হাজির হয়েছিলেন তার স্বামী করণ।

চমকপ্রদ তথ্য হচ্ছে করণ ও বিপাশা আবারো পর্দায় জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন।

‘আদাত’ নামের সিনেমাটি প্রযোজনা করবেন গায়ক মিকা সিং। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর লন্ডনে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে। পুরো সিনেমার শুটিং সেখানেই হবে।

এই সিনেমায় বিপাশা লন্ডন পুলিশের সদস্য ও প্রবাসী ব্যবসায়ীর চরিত্রে করণ অভিনয় করবেন।

সূত্র বলেন, বিক্রম ভাটের থ্রিলার গল্পে সিনেমাটি পরিচালনা করবেন ভুসান প্যাটেল। পুরো সিনেমার শুটিং হবে লন্ডনে এবং নভেম্বরের মধ্যে এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, সাবেক মিস ইন্ডিয়া নাতাশা সূরি ও সাবেক বিগ বস প্রতিযোগী সোনালী রাউটও সিনেমাটিতে অভিনয় করবেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।