ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

উধম সিংয়ের বায়োপিকে ‘ফিরছেন’ ইরফান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
উধম সিংয়ের বায়োপিকে ‘ফিরছেন’ ইরফান ইরফান খান

চলতি বছর মার্চে নিউরোএন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানান বলিউড তারকা ইরফান খান। তখন থেকেই ক্যামেরার সামনে নেই এই জনপ্রিয় অভিনেতা।

বর্তমানে লন্ডনে তার চিকিৎসা চলছে। তাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে এবং ক্রমশ তিনি সুস্থ হয়ে উঠছেন।

শোনা যাচ্ছে, শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন ‘হিন্দি মিডিয়াম’খ্যাত এই অভিনেতা।

ভারতের স্বাধীনতা সংগ্রামী উধম সিংয়ের জীবনী নিয়ে সিনেমা বানাচ্ছেন ‘পিকু’খ্যাত নির্মাতা সুজিত সরকার। আর এই সিনেমাতেই নাম ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে ইরফান খান পর্দায় ফিরবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

সূত্র বলেন, সুস্থ হয়ে ইরফান প্রথমে সুজিতের সিনেমাটিতে অভিনয় করবেন। এরপর তিনি অন্য সিনেমায় শিডিউল দেবেন। ইরফান এই প্রজেক্টটি অনেক পছন্দ করেছেন এবং সুজিতের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে তার নিয়মিত কথা হচ্ছে। ‘পিকু’র পর তারা দু’জন আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।

সুজিত বলেন, স্বাধীনতা সংগ্রামী উধম সিংয়ের চরিত্রের জন্য ইরফান খানই একমাত্র যোগ্য৷ বলিউডে তার মতো আর কোনও অভিনেতা নেই৷ এই বায়োপিকের শুটিংয়ের জন্য পুরো টিম তৈরি৷ যত তাড়াতাড়ি সম্ভব ইরফান সুস্থ হয়ে উঠুক, সেটাই চাই৷

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।