ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অপূর্ব-নিরব-মেহজাবিনের ‘যদি তুমি জানতে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
অপূর্ব-নিরব-মেহজাবিনের ‘যদি তুমি জানতে’ অপূর্ব-নিরব-মেহজাবিনের

সংগীতশিল্পী মিনারের নতুন গান ‘যদি তুমি জানতে’। এই গানের সঙ্গে অভিনয় করেছেন অপূর্ব, নিরব ও মেহজাবিন। এর আগে তাদের একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।

গানটির ভিডিও শনিবার (১ সেপ্টেম্বর) প্রকাশ পেয়েছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। প্রকাশের পর থেকেই গানটি শ্রোতা-দর্শকদের কাছ থেকে সাড়া পাচ্ছে।

গানটির কথা লিখেছেন এ মিজান। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ূন। মিনারের এই গানটি মূলত ব্যবহার হয়েছে ‘যদি তুমি জানতে’ নামের ঈদের বিশেষ টেলিফিল্মে। এটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।

গান-ভিডিওটিতে উঠে এসেছে ত্রিভুজ প্রেমের গল্প। যেখানে বিয়ের আনুষ্ঠানিকতা হয় নিরব-মেহজাবিনের। অন্যদিকে এই বিয়ের আগুনে মনে মনে পুড়ে ছাই হয়ে যান প্রেমিক অপূর্ব। গানের কথাতেও উঠে এসেছে সেই প্রেমময় হাহাকারের প্রতিধ্বনি।

নির্মাতা জানান, টেলিফিল্মের গল্পের রেশ ধরেই নতুন এই গানটি তৈরি করা হয়।

**‘যদি তুমি জানতে’র ভিডিওবাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।