ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানের বাবা হচ্ছেন জ্যাকি শ্রফ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
সালমানের বাবা হচ্ছেন জ্যাকি শ্রফ! সালমান খান ও জ্যাকি শ্রফ

সালমান খান অভিনীত ‘ভারত’ সিনেমায় অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ, টাবু, দিশা পাতানি, সুনীল গ্রোভার ও নোরা ফাতেহি। এর আগে শোনা গিয়েছিল সিনেমাটিতে অভিনয় করবেন বলিউড তারকা জ্যাকি শ্রফ।

তবে গুঞ্জন এবার সত্যি হলো। সিনেমাটিতে জ্যাকির অভিনয় করার বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক আলি আব্বাস জাফর নিজেই।

আর এতে সালমান খানের বাবার চরিত্রে অভিনয় করবেন জ্যাকি।

এ প্রসঙ্গে আলি আব্বাস জাফর বলেন, লন্ডনে জ্যাকি শ্রফের সঙ্গে দেখা করেছি। সেখানে তার সঙ্গে শিডিউল ও সিনেমার লুক নিয়ে আলাপ হয়েছে। অনেকদিন ধরে আমি তাকে নিয়ে কাজ করতে চাইছিলাম। আমি খুবই আনন্দিত যে, তিনি মাত্র ২০ মিনিটের আলাপে এই গল্পে কাজ করতে রাজি হয়েছেন।

মুম্বাইতে ‘ভারত’র প্রথম দিকের শুটিং শেষ করে সিনেমাটির ইউনিট উড়াল দেয় মাল্টায়। সম্প্রতি সেখানেও শুটিং শেষ হয়েছে। জানা গেছে, শিগগিরই আবুধাবিতে শুটিং হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।