ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সঞ্জয়ের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন মাধুরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
সঞ্জয়ের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন মাধুরী সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত

প্রায় ২১ বছর পর একসঙ্গে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত। এই খবরটি পুরনো।

নতুন খবর হচ্ছে সম্প্রতি ‘কলঙ্ক’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন নব্বই দশকের এই আলোচিত জুটি। গত সপ্তাহে মুম্বাইতে অভিষেক বর্মণ পরিচালিত সিনেমাটির শুটিং হয়েছে।

‘কলঙ্ক’র একটি ঘনিষ্ঠ সূত্র বলেন, সঞ্জয় ও মাধুরী একসঙ্গে তিন দিন শুটিং করেছেন। তাদের সঙ্গে ছিলেন বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট।

সূত্র মতে, কোনো রকম দ্বিধা ছাড়াই সঞ্জয়-মাধুরী একসঙ্গে ক্যামেরার সামনে সুন্দরভাবে অভিনয় করে গেছেন।

আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর মাধুরী একই সিনেমার একটি গানের শুটিংয়ে অংশ নেবেন। এতে নাচের কোরিওগ্রাফি করবেন সজুর খান ও রেমো ডি’সুজা। চলতি মাসেই সিনেমাটির গুরুত্বপূর্ণ সব দৃশ্যের শুটিং শেষ হওয়ার কথা রয়েছে।

পরিচালক চাইছেন নভেম্বরের মধ্যে সিনেমাটির কাজ শেষ করতে।

শুরুতে ‘কলঙ্ক’-এ অভিনয় করার কথা ছিলো শ্রীদেবীর। কিন্তু এই সুপারস্টারের মৃত্যুর পর সিনেমাটিতে মাধুরীকে নেওয়া হয়। এটি প্রযোজনা করছেন করণ জোহর, ফক্স স্টার স্টুডিওস এবং সাজিদ নাদিয়াদওয়ালা।

১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত আফজাল খান পরিচালিত ‘মহানটা’ সিনেমা দিয়ে শেষবার পর্দায় উপস্থিত হয়েছিলেন সঞ্জয়-মাধুরী জুটি।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।