ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আসিফের সঙ্গে কর্নিয়ার ‘এলোমেলো জীবন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
আসিফের সঙ্গে কর্নিয়ার ‘এলোমেলো জীবন’ আসিফ আকবর ও কর্নিয়া

কণ্ঠশিল্পী আসিফ আকবর ও কর্নিয়া আবারো একসঙ্গে গান করলেন। তাদের নতুন গানের শিরোনাম ‘এলোমেলো জীবন’।

গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন তরুণ মুন্সী। এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির।

অন্যবারের মতো এবারো দর্শক-শ্রোতা গানের সঙ্গে আসিফ-কর্নিয়ার রোমান্টিক পারফর্ম্যান্স দেখতে পাবেন।

এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, কর্নিয়ার সঙ্গে জুটি বাঁধার পর শ্রোতা-দর্শক আমাদের দারুণ পছন্দ করেছেন। এবার আমরা নিয়ে আসছি ‘এলামেলো জীবন’। ভালোবাসার আবেদনের গান।

কর্নিয়া বলেন, আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করতে বরাবরই ভালো লাগে। তার কাছ থেকে অনেক উৎসাহ পাই। এবারের গানটি বেশ ভালো হয়েছে। দারুণ একটি গল্পে চমৎকার ভিডিও নির্মাণ করা হয়েছে। সবাই পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।

গানটি প্রকাশ পাবে ধ্রুব মিউজিক স্টেশনের  (ডিএমএস) ব্যানারে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ৬ সেপ্টেম্বর তাদের ইউটিউব চ্যানেলে ‘এলোমেলো জীবন’র ভিডিও প্রকাশ পাবে।

‘কি করে তোকে বোঝাই’  ছিলো আসিফ-কর্নিয়ার প্রথম গান। এরপর এই জুটি দর্শক-শ্রোতাদের বেশকিছু গান উপহার দেন। তারই ধারাবাহিকতায় আসছে এই জুটি নতুন চমক ‘এলোমেলো জীবন’।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।