ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

উচ্চ শব্দে গান করায় কুমার শানুর বিরুদ্ধে এফআইআর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
 উচ্চ শব্দে গান করায় কুমার শানুর বিরুদ্ধে এফআইআর কুমার শানু

আইনি ঝামেলায় পড়লেন নব্বই দশকের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানু। নিয়ম ভেঙে গভীর রাত পর্যন্ত মঞ্চে উচ্চ শব্দে গান করায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুর জেলার মিথানপুরা থানায় তার নামে এফআইআর করা হয়৷

জানা যায়, সোমবার (৩ সেপ্টেম্বর) রাতে একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে মুজাফফরপুর যান এই কিংবদন্তি৷ সেখানেই গভীর রাত পর্যন্ত সঙ্গীত পরিবেশন করেন তিনি৷ অনুষ্ঠান শেষ হয় পরদিন ভোরে৷

সারারাত ধরে উচ্চ শব্দে গান বাজার ফলে আশেপাশের মানুষের ঘুমের সমস্যা হয়। এতে বিরক্ত হয়ে পরদিন সকালে থানায় অভিযোগই ঠুকে দেন তারা৷ শানুর সঙ্গে অনুষ্ঠানটির আয়োজক অঙ্কিত কুমারের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়৷

পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘নিয়ম লঙ্ঘন করার অভিযোগেই এফআইআরটি আমরা নিয়েছি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে’।

কুমার শানু তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় বাংলা ও হিন্দি গান উপহার দিয়েছেন। এরমধ্যে রয়েছে ‘জীবনের নাম যদি’, ‘আর কত কাল আমি’, ‘বাজিগর ও বাজিগর’, ‘কিতনা হাসিনে চেহেরা’, ‘নজার কে সামনে’ ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
জেআইএম/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।