ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১০ বছর পর বানসালির সিনেমায় সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
১০ বছর পর বানসালির সিনেমায় সালমান সালমান খান ও সঞ্জয়লীলা বানসালি

বলিউডের খ্যাতনামা পরিচালক সঞ্জয়লীলা বানসালির সিনেমায় আবারো অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা সালমান খান।

তাদের দু’জনের একসঙ্গে সিনেমা করার গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো। তবে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সালমান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এক আলাপে সালমান খান ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, সঞ্জয়ের সঙ্গে আমি সিনেমা করছি। আমি এখনো স্ক্রিপ্ট শুনিনি। তবে লাইন-আপ শুনেছি। আমি তাকে কয়েকবার কল করেছি, কিন্তু সে রিসিভ করেনি।

সঞ্জয়লীলা বানসালির ১৯৯৬ সালে সালমান খানকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘খামোশি’। এটি ছিলো এই নির্মাতার প্রথম সিনেমা। এরপর বলিউড ‘ভাইজান’কে নিয়ে ১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সনম’ ও ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ নির্মাণ করেন তিনি।

দীর্ঘদিন আর সঞ্জয়-সালমান জুটিকে পর্দায় দেখা যায়নি।

এদিকে সালমান খান সম্প্রতি মাল্টায় আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ সিনেমার দ্বিতীয় লটের শুটিং শেষ করেছেন। ভারতে ফিরেই ‘সাল্লু’ টিভি রিয়ালিটি শো ‘বিগ বস’র ১২ তম আসর নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এই শোর উদ্বোধনী অনুষ্ঠানেই বানসালির সঙ্গে সিনেমা করার বিষয়টি জানান সালমান।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।