ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রওনক-ফারিয়ার ‘বিউটিফুল মোমেন্ট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
রওনক-ফারিয়ার ‘বিউটিফুল মোমেন্ট’ রওনক হাসান ও শবনম ফারিয়া

তিন বছর আগে ফারজানাকে বিয়ে করেন গালিব। সুখেই তাদের দিন কাটছিল।

একদিন গালিব অফিসের অবসর সময়ে ইউটিউবে ভিডিও  দেখছিলেন। হঠাৎ একটি ভিডিওতে তার চোখ আটকে যায়।

তিনি খেয়াল করে দেখলেন ওই ভিডিওতে যে মেয়েটিকে দেখা যাচ্ছে সে তার স্ত্রী ফারজানা। এটি ছিল তার ফারজানার কলেজ জীবনের একটি ঘটনা।

বিষয়টি ভালোভাবে নেননি গালিব। এই নিয়ে তাদের সুখের সংসারে অশান্তি সৃষ্টি হয়। এক পর্যায়ে গালিব সিদ্ধান্ত নেয় তিনি আর ফারজানার সাথে সংসার করবেন না!

এভাবেই এগিয়ে যাবে ‘বিউটিফুল মোমেন্ট’ নাটকের গল্প। নাটকটি রচনা করেছেন মমর রুবেল এবং পরিচালনা করেছেন সজীব মাহমুদ।

এতে গালিব চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও ফারজানা চরিত্রে শবনম ফারিয়া। আরো রয়েছেন নিকুল কুমার মণ্ডল, টুটুল চৌধুরী প্রমুখ।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টায় নাটকটি আরটিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।