ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্পর্শিয়ার ‘চায়ের কাপে তুমুল বৃষ্টি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
স্পর্শিয়ার ‘চায়ের কাপে তুমুল বৃষ্টি’ স্পর্শিয়া ও সুমিত

স্বল্প বিরতি ভেঙ্গে আবারো ক্যামেরার সামনে নিয়মিত হয়েছেন অভিনেত্রী স্পর্শিয়া।

সম্প্রতি সংগীতশিল্পী পিয়াল হাসানের ‘চায়ের কাপে তুমুল বৃষ্টি’ শিরোনামের একটি গানের মডেল হয়েছেন তিনি। শুক্রবার (০৭ সেপ্টেম্বর) রাতে গানটি প্রকাশ পেয়েছে ইউটিউবে।

যেখানে সম্পূর্ণ ভিন্ন আবহে সুমিতের সঙ্গে খুঁজে পাওয়া যাবে তাকে।

জামাল রেজার কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শিশির। কোরিওগ্রাফিতে ছিলেন নিডো খান।

গানটি প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, একটি মিষ্টি গানের মিউজিক ভিডিওটিতে কাজ করলাম। গানটির সবকিছু আমার ভীষণ পছন্দ হয়েছে। আশা করছি, দর্শক-শ্রোতারা ভালো একটি মিউজিক ভিডিওর এর স্বাদ পাবেন।

পিয়াল হাসান বলেন, অনেকদিন পর এমন একটি গান করেছি। সবাই গানটির মাঝে আগের সেই পিয়াল হাসানকেই খুঁজে পাবেন। আর মিউজিক ভিডিওটি অনেক যত্ন দিয়ে তৈরি করা হয়েছে। স্পর্শিয়া-সুমিতও অনেক চমৎকার অভিনয় করেছেন।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮

 

জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।