ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শহিদ-মীরার ছেলের নাম কী?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
শহিদ-মীরার ছেলের নাম কী? মীরার কোলে জৈন কাপুর ও শহিদের কোলে মিশা কাপুর

বলিউড তারকা শহিদ কাপুর ও মীরা রাজপুতের ঘরে এসেছে নতুন সদস্য। গত ৫ সেপ্টেম্বর মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শহিদপত্নী।

এই তারকা দম্পতির দ্বিতীয় সন্তানের আগমনে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বহু তারকা। সে তালিকায় রয়েছে আলিয়া ভাট, সোনম কাপুর, প্রীতি জিনতা, প্রজ্ঞা যাদব অনেকেই।

শহিদ-মীরার প্রথম ছেলের নাম কী হবে তা নিয়ে সবার মধ্যে একটু বাড়তি আগ্রহ তৈরি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নাম প্রকাশ করেছে শহিদ। কাপুর পরিবারের নতুন সদস্যের নাম রাখা হয়েছে জৈন কাপুর। মীরার কোলে জৈন কাপুর ও শহিদের কোলে মিশা কাপুর

শহিদ টুইটারে লেখেন, জৈন কাপুরের উপস্থিতিতে আমরা নিজেরদের পরিপূর্ণ মনে করছি। আমাদের শুভেচ্ছা জানানোর জন্য সকলকে ধন্যবাদ। সকলের আশীর্বাদ ও ভালোবাসা পেয়ে আমরা অনেক আনন্দিত। সবার জন্য ভালোবাসা।

জানা গেছে, জৈন একটি আরবি শব্দ। যার অর্থ হল 'উজ্জ্বল ও সুন্দর'।

দিল্লির মেয়ে মীরা রাজপুতের সঙ্গে ২০১৫ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন শহিদ কাপুর। ২০১৬ সালে তাদের ঘর আলোকিত করে আসে প্রথম কন্যা সন্তান মিশা কাপুর।

চলতি মাসে ‘বাত্তি গুল মিটার চালু’ সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন শহিদ।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।