ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঐশ্বরিয়ার ছেড়ে দেওয়া সিনেমায় বিপাশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
ঐশ্বরিয়ার ছেড়ে দেওয়া সিনেমায় বিপাশা ঐশ্বরিয়া রাই বচ্চন ও বিপাশা বসু

চলতি বছরের শুরুতে প্রযোজক প্রেরণা আররা ‘ও কৌণ থি?’ সিনেমার রিমেক সত্ত্ব পাওয়ার কথা জানিয়েছিলেন।

এর কিছুদিন পরই খবর আসে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে সম্প্রতি শোনা যাচ্ছে সাবেক বিশ্ব সুন্দরী সিনেমাটি ছেড়ে দিয়েছেন।

আর জাগায় এতে চুক্তিবদ্ধ হয়েছে আরেক বলিউড অভিনেত্রী বিপাশা বসু।

সূত্র বলছে, ঐশ্বরিয়াকে নিয়েই রিমেক সিনেমাটি নির্মাণের কথা ছিলো। কিন্তু তিনি সড়ে যাওয়ায় তার জায়গায় পূরণ করতে বিপাশা বসুকে নেওয়া হয়েছে।

১৯৬৪ সালে রাজ খোসলা পরিচালিত ‘ও কৌণ থি?’ সিনেমাটি মুক্তি পায়। এতে অভিনয় করেছিলেন সাধনা ও মনোজ কুমার। এ সিনেমাটির রিমেকে শুধু বিপাশার অভিনয় করার কথাটাই জানা গেছে। বাকি শিল্পীদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।