ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বরুণ ধাওয়ানের বিপরীতে সাইফকন্যা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
বরুণ ধাওয়ানের বিপরীতে সাইফকন্যা! বরুণ ধাওয়ান ও সারা আলি খান

বেশ কয়েকটি সিনেমার সাফল্যের পর বেশ ফুরফুরে মেজাজেই আছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান।

‘মে তেরা হিরো’ ও ‘জুড়ুয়া ২’র পর ফের বাবা ডেবিড ধাওয়ানের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে এই সিনেমায় এবার বরুণ ধাওয়ানের নায়িকা হতে যাচ্ছে সাইফ আলি খানের কন্যা সারা আলি খান।

সিনেমাটি প্রযোজনা করবেন রোহিত ধাওয়ান। বর্তমানে এর স্ক্রিপ্টের কাজ চলছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে।

খুব শিগগিরই রণবীর সিংয়ের বিপরীতে ‘সিম্বা’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে সারা আলি খানের অভিষেক ঘটতে যাচ্ছে। এটি ছাড়াও সারা বর্তমানে অভিনয় করছেন ‘কেদারনাথ’ সিনেমাতে। এতে তার নায়ক সুশান্ত সিং রাজপুত।

এদিকে, কিছুদিন আগে বরুণ ধাওয়ান ‘কলঙ্ক’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তার বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।