ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বোনের ছেলের সঙ্গে সালমানের খুনসুটি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
বোনের ছেলের সঙ্গে সালমানের খুনসুটি সালমান খান ও আহিল

পরিবারের সঙ্গে সময় কাটাতে বলিউড সুপারস্টার সালমান খান অনেক ভালোবাসেন। বিভিন্ন সময় তার নানা কর্মকাণ্ডে বিষয়টি প্রকাশ পেয়েছে।

গত মাসে ‘ভারত’ সিনেমার শুটিংয়ে পরিবার নিয়ে মাল্টায় গিয়েছিলেন বলিউড ‘ভাইজান’। সেখানে তার সঙ্গী হয়েছিলেন মা সালমা খানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

সম্প্রতি সালমানের বোন অর্পিতা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। যা রীতিমত ভাইরাল। যেখানে দেখা যাচ্ছেন অর্পিতার ছেলে আহিলের সঙ্গে মামা সালমান খুনসুটিতে মেতে উঠেছেন। সাল্লু ব্যস্ত আহিলের সঙ্গে রঙ মেখে ছবি তৈরি করছেন।

সালমান প্রায়ই তার ভক্তদের সামনে ছবি আঁকার প্রতিভা প্রকাশ করেন। এবার শেখাচ্ছেন ভাগিনাকে।  

এই প্রথমবার মামা-ভাগিনার এমন খুনসুটি দেখা যাচ্ছে, বিষয়টি তা নয়। এর আগে ‘সুলতান’ সিনেমা মুক্তির সময় সালমান ও আহিলের বাকযুদ্ধ খেলার একটি ভিডিও দেখা গিয়েছিলো।

**আহিলের সঙ্গে সালমানের খুনসুটির ভিডিওবাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।