ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

'ও হে শ্যাম'র পর আসছে আরেক ধামাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
'ও হে শ্যাম'র পর আসছে আরেক ধামাকা (বা থেকে) ইমরান, পূজা, সিয়াম, রাফি ও কনা

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘পোড়ামন ২’ সিনেমার ‘ও হে শ্যাম’ গানটি বেশ জনপ্রিয়তা পায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী ইমরান ও কনা।

পর্দায় এর সঙ্গে নেচেছেন সিনেমাটির নায়ক সিয়াম আহমেদ ও নায়িকা পূজা চেরি। এই চারজন আবারো নতুন একটি গানে এক হলেন।

রায়হান রাফি পরিচালিত ‘দহন’ সিনেমার ‘প্রেমের বাক্স দিবো খুইলে’ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। আর একই গানে পর্দায় পারফর্ম করতে দেখা যাবে সিয়াম ও পূজাকে।

পরিচালক রাফি বাংলানিউজকে বলেন, ‘ওহে শ্যাম’র চেয়েও বড় আয়োজনে নতুন গানটির দৃশ্যায়ন হচ্ছে। কারণ আগের গানটির সাফল্য আমাদের অনুপ্রাণিত করেছে। আমার বিশ্বাস এই গানটিও দর্শক-শ্রোতাদের অনেক বেশি ভালো লাগবে।

শাহ আলম সরকারের লেখা ফোক ঘরানার এই গানটির সুর করেছেন ইমন সাহা। বর্তমানে ‘দহন’র শেষ দিকের শুটিং চলছে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।