ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘এক যে ছিল রাজা’র ট্রেলারে জয়ার দুই রূপ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
‘এক যে ছিল রাজা’র ট্রেলারে জয়ার দুই রূপ জয়া আহসান

কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির ‘এক যে ছিল রাজা’র একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান।

সিনেমাটিতে ‘রাজা’র ভূমিকায় রয়েছেন যিশু সেনগুপ্ত ও তার স্ত্রীর চরিত্রে রাজনন্দিনী পাল। আর রাজার বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া।

সোমবার (১০ সেপ্টেম্বর) সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে ইউটিউবে। সেখানে ‘রাজকাহিনী’খ্যাত অভিনেত্রীকে দেখা গেলো দুই রূপে। ২ মিনিট  ১৩ সেকেন্ডের ট্রেলারের শুরুর কয়েকটি দৃশ্যে তরুণী জয়ার দেখা মিলেছে। শেষের দিকে বৃদ্ধ জয়া ধরা দিলেন পর্দায়। এতেই বোঝা যাচ্ছে সিনেমাটির মাধ্যমে ভক্তদের নতুন চমক দেবেন তিনি।

ভাওয়াল সন্ন্যাসীর ঘটনা অবলম্বনে ‘এক যে ছিল রাজা’ নির্মিত হয়েছে৷ আগামী ১২ অক্টোবর সিনেমাটি কলকাতায় মুক্তি পাবে।

**‘এক যে ছিল রাজা’র সিনেমার ট্রেলারবাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।