ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘কাটছিল দিন’ নিয়ে আসছেন কিশোর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
‘কাটছিল দিন’ নিয়ে আসছেন কিশোর কিশোর

নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছনে ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত সঙ্গীতশিল্পী কিশোর। গানটির শিরোনাম 'কাটছিল দিন'। এর কথা লিখেছেন গালিব সরদার এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন কিশোর নিজেই।

সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানের গানটি প্রকাশ পেয়েছে।

গানটি প্রসঙ্গে কিশোর বলেন, 'কাটছিল দিন' পুরোপুরি প্রেমের গান।

আমার নিজস্ব ঢংয়েই গানটি করেছি। গানটির গিটার বাজিয়েছেন কলকাতার বিখ্যাত গিটারিস্ট রাজা চৌধুরী। আশা করছি আমার ভক্ত ও দর্শক-শ্রোতাদের গানটি ভালো লাগবে। মিউজিক ভিডিওটির একটি দৃশ্যে শারিকা ও বাঁধনরাজধানীর উত্তরা এবং পূর্বাচলের বেশকিছু মনোরম লোকেশনে তিনদিন গানটির ভিডিওর শুটিং হয়। ভিডিও নির্দেশনা দিয়েছেন চন্দন রায় চৌধুরী। মেলোডি নির্ভর এই গানের মডেল হিসেবে দেখা যাবে শারিকা ও বাঁধনকে।

ভিডিও প্রসঙ্গে চন্দন রায় চৌধুরী বলেন, প্রেমের শ্রুতি মধুর একটি গান এটি। ভিডিওতে তুলে ধরা হয়েছে প্রেমিক-প্রেমিকার প্রতিদিনের লাইফস্টাইল। যা দর্শকদের বাড়তি বিনোদন দেবে।

আগামী ১৩ সেপ্টেম্বর 'কাটছিল দিন' গানটির ভিডিও ইউটিউবে প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।