ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

ডেঙ্গু আক্রান্ত শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
ডেঙ্গু আক্রান্ত শ্রদ্ধা কাপুর ‘সাইনা’ সিনেমার লুকে শ্রদ্ধা কাপুর

ভারতের প্রখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের বায়োপিকে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। কিছুদিন আগে ‘সাইনা’ সিনেমাটির শুটিং শুরু করেন তিনি।

কিন্তু শুটিং শুরুর কয়েকদিনের মাথায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিরতি নিতে হলো ‘স্ত্রী’খ্যাত এই অভিনেত্রীকে।

ভারতীয় সংবাদমাধ্যমে একটি সূত্র বলেছেন, শুটিংয়ের সময় শ্রদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

২৭ সেপ্টেম্বর মেডিকেল চেকআপের পর তিনি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পারেন। এরপর শ্রদ্ধা শুটিং বন্ধ করে বিশ্রামে আছেন। তবে তিনি আশা করছেন দুই-তিন দিনের মধ্যে আবার শুটিং শুরু করতে পারবেন।

শ্রদ্ধা শুটিং থেকে বিরতি নিলেও বর্তমানে তার ছোটবেলার চরিত্র ও অন্যান্য চরিত্রগুলোর শুটিং চলছে।

ভূষণ কুমারের প্রযোজনায় ‘সাইনা’ পরিচালনা করছেন অমল গুপ্ত। সিনেমাটির জন্য নিজেকে প্রস্তুত করতে শ্রদ্ধাকে বেশ ঘাম ঝরাতে হয়েছে।

এদিকে সম্প্রতি মুক্তি পাওয়া শ্রদ্ধা অভিনীত ‘স্ত্রী’ সিনেমাটি ব্যাপক সাফল্য পায়। তবে ২১ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত তার ‘বাত্তি গুল মিটার চালু’ সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।