ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১৮ ফুটের কেক কেটে তাক লাগিয়ে দিলেন নিক-প্রিয়াঙ্কা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
১৮ ফুটের কেক কেটে তাক লাগিয়ে দিলেন নিক-প্রিয়াঙ্কা কেক কাটছেন নিক-প্রিয়াঙ্কা

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন সঙ্গীতশিল্পী নিক জোনাস তাদের বিয়েতে ১৮ ফুট লম্বা কেক কেটে তাক লাগিয়ে দিয়েছেন বলিউড পাড়ায়।

কিন্তু কি এমন কেক?-  যা অবাক হয়ে দেখলো গোটা বলিউড!

১৮ ফুটের জাম্বো কেকটি ছিলো ছয়তলা বিশিষ্ট। শনিবার (১ ডিসেম্বর) এই কেকটি তারা কেটেছিলেন।

ওইদিনই খ্রিস্টান মতে বাঁধা পড়েন তারা। এই কেকটি তৈরি করতে দুবাই আর কুয়েত থেকে দু’জনকে নিয়ে এসেছিলেন নিক জোনাস।

প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে কেক কাটার ভিডিও শেয়ারও করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই কেক নিয়ে হইচই শুরু হয়েছে। আর প্রিয়াঙ্কা ভক্তদের মধ্যে কেক নিয়ে চলছে লড়াই।  

কেউ বলছেন, কেকটাকে দেখে তো একটা বড় বিল্ডিং মনে হচ্ছে। কেউ আবার বলছেন, এত বড় কেকটা খেল কে?’  কেউ তো আবার প্রিয়াঙ্কার কাছে কেকের একটু ভাগও চেয়ে বসেছেন। সব মিলিয়ে তাদের বিয়ে নিয়ে চর্চা হচ্ছে প্রতিনিয়ত।  

যোধপুরের উমেদ প্যালেসে জাঁকজমকভাবে খ্রিস্টান মতে তারা বিয়ে করেন ১ ডিসেম্বর আর তার পরদিন ছিলো নিক-প্রিয়াঙ্কার হিন্দুমতে বিয়ে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ০৬ ডিসেম্বর, ২০১৮
ওএফবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।