ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘মিস ওয়ার্ল্ড’ হলেন মেক্সিকোর ভেনেসা লিওন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
‘মিস ওয়ার্ল্ড’ হলেন মেক্সিকোর ভেনেসা লিওন ভেনেসা লিওনের মাথায় মুকুট পরিয়ে দিচ্ছেন মানুষী ছিল্লার

সকল জল্পনার অবসান ঘটিয়ে এবার মিস ওয়ার্ল্ড ২০১৮’র সেরার মুকুট উঠলো ২৬ বছর বয়সী মেক্সিকান তরুণী ভেনেসা পনসে দে লিওনের মাথায়।

শনিবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় চীনের সানইয়াহ শহরে অনুষ্ঠিত হয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ৬৮তম আসরের গ্র্যান্ড ফিনালের জমকালো আয়োজন। এবার ১১৮ দেশের প্রতিযোগীদের মধ্য থেকে বিচারকরা লিওনকে বিজয়ী ঘোষণা করেন।

নিয়ম অনুযায়ী অনুষ্ঠানে গতবারের বিশ্ব সুন্দরী মানুষী ছিল্লার তার মাথায় সেরার মুকুট পরিয়ে দেন। মিস ওয়ার্ল্ড'র সেরা পাঁচ প্রতিযোগীপ্রথম রানার-আপ হয়েছেন থাইল্যান্ডের রমণী নিকোলেনে পিছাপা লিমসনসুকান।

এদিকে মিস ওয়ার্ল্ড ২০১৮’র ফাইনালে সেরা ত্রিশ থেকে সেরা বারো নির্বাচন করা হলে, বাদ পড়েন বাংলাদেশের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। এবারই প্রথম বাংলাদেশের কোনও প্রতিযোগী 'মিস ওয়ার্ল্ড'-এ সেরা ত্রিশ নির্বাচিত হয়ে ফাইনালের মঞ্চে উঠেছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।