ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বানসালির সিনেমায় সালমান-আনুশকা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
বানসালির সিনেমায় সালমান-আনুশকা? সালমান খান ও আনুশকা শর্মা

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন সালমান খান ও আনুশকা শর্মা। বক্স অফিসে সিনেমাটি রাজত্ব করেছিল।

আবারও দর্শক মাতাতে এই সফল জুটি হাজির হতে যাচ্ছেন বড় পর্দায়। নির্মাতা সঞ্জয় লীলা বানসালির নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তারা।

চলতি বছরের শুরুর দিকে সালমান খান জানান, ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার মধ্য দিয়ে ফের বানসালির সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এই সিনেমাটিতেই সালমানের সঙ্গে আনুশকার অভিনয় করার গুঞ্জন শোনা যাচ্ছে।

জানা যায়, সালমান খান সিনেমাটির নায়িকা চরিত্রে আনুশকাকে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন। আর আনুশকা বানসালির সিনেমাটিতে কাজ করার ব্যাপারে চিন্তা করছেন।

আনুশকা বর্তমানে তার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘জিরো’র প্রমোশনে ব্যস্ত সময় পার করছেন। আনন্দ এল রাই পরিচালিত সিনেমাটিতে আরও রয়েছেন শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। ২১ ডিসেম্বর ‘জিরো’ মুক্তি পাবে।

এদিকে সালমান খান আলি আব্বাস জাফরের ‘ভারত’ সিনেমা নিয়ে ব্যস্ত আছেন। আগামী বছর ঈদে সিনেমাটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।