ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চলচ্চিত্রে জুটিবদ্ধ হলেন মিতুল-সারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
চলচ্চিত্রে জুটিবদ্ধ হলেন মিতুল-সারা নিশ্চুপ ভালোবাসা সিনেমার একটি দৃশ্য।

ছোট পর্দার অভিনেতা আফফান মিতুল এবং সারা জেরিন প্রথমবারের মতো ‘নিশ্চুপ ভালোবাসা’ নামে একটি সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন।

সিনেমাটি কিশোর রাব্বানীর চিত্রনাট্যে ও রাশেদ খানের প্রযোজনায় পরিচালনা করেছেন রুবেল মাহমুদ।

এখানে একজন বোবা ছেলের (কিশোর) চরিত্রে দেখা যাবে মিতুলকে।

তার সঙ্গে গ্রামের চঞ্চল তরুণী (নিঝুম) চরিত্রে জেরিনের প্রেমকাহিনীই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

এ প্রসঙ্গে মিতুল বাংলানিউজকে বলেন, এরইমধ্যে সিনেমাটির কিছু অংশের শুটিং হয়েছে। এখন খানিকটা সময়ের বিরতি চলছে। কিছুদিনের মধ্যে দ্বিতীয় ধাপের শুটিং শুরু হবে। এতে নিজের সেরা কাজটিই করার চেষ্টা করছি। গল্পনির্ভর আর গ্রামীণ প্রেক্ষপটে মনে দাগ কাটার মতো প্রেমকাহিনী নিয়েই সিনেমাটি নির্মিত হচ্ছে। তাই সিনেমাটি নিয়ে আমি খুবই আশাবাদী।

এতে মিতুল-জেরিন ছাড়াও আরও অভিনয় করেছেন- রাশেদ প্রহর, রাশেদ খান, রিপন গাজী, নূর হোসেন চার্লি, রোজিনা, উত্তম অধিকারী, সরল হাসমত, সিমান, রুবেল মাহমুদসহ আরও অনেকেই।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
ওএফবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।